ThePeakPlace

Bangla Technology Center

মোর হৃদয়ের আলো

পোস্টটি শেয়ার করুণ
ডাহুক ডাকে ঘুম ভেঙে যায়
নিশী থম থম সবে নিদ্রায় ।
মোর আখি আজ জেগে যে রয়
জানি না কার পানে চেয়ে কোন অজানায়?
রহিয়া রহিয়া হৃদয় মাঝে বাজিছে বেদনার সুর
সেই সুর আজি বাজিতে বাজিতে চলছে বহুদূর।
এ রাতে পৃথিবীকে ঢাকছে চন্দ্রের আলো
তবু আধারে , রাত আমাকে করেছে কালো।
ও যে বসন্ত, ও যে এ হৃদয়ের আলো
ওকে ছাড়া তাই কেমনে বাঁচি বলো?
পোস্টটি শেয়ার করুণ
Updated: এপ্রিল ১৪, ২০১৬ — ১২:৫৮ পূর্বাহ্ণ

Leave a Reply

ThePeakPlace © 2018 Frontier Theme