ThePeakPlace

Bangla Technology Center

বাংলা ভাষায় বিখ্যাত নাটক সমূহ।

পোস্টটি শেয়ার করুণ

বাংলা ভাষায় রচিত কতিপয় বিখ্যাত ঐতিহাসিক নাটক এবং তাদের রচয়িতার নাম।

 

ক্রমিক ঐতিহাসিক নাটক রচয়িতা
১।  কৃষ্ঞকুমারী মাইকেল মধুসুদন দত্ত
২।  প্রায়শ্চিত্ত রবীন্দ্রনাথ ঠাকুর
৩।  রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরী
৪।  সিরাজউদ্দৌলা গিরীশচন্দ্র ঘোষ
৫।  শাজাহান দ্বিজেন্দ্রলাল রায়
৬।  বাংলার মসনদ ক্ষিরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
৭।  টিপু সুলতান মহেন্দ্র গুপ্ত
৮।  নাদির শাহ আকবর হোসেন
৯।  সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত
১০।  কামাল পাশা ইব্রাহীম খাঁ
১১।  স্পেন বিজয়ী মুসা ইব্রাহীম খলিল
১২।  সফররাজ খাঁ শাহাদাৎ হোসেন
১৩।  অগ্নিগিরি আসকার ইবনে শাইখ

বাংলা ভাষায় রচিত কতিপয় বিখ্যাত সামাজিক নাটক এবং তাদের রচয়িতার নাম।

 

ক্রমিক সামাজিক নাটক রচয়িতা
১।  নীলদর্পন দীনবন্ধু মিত্র
২।  কুলীনকুল সর্বস্ব রাম নারায়ন তর্করত্ন
৩।  বুঁড়ো শালিকের ঘাড়ে রোঁ মাইকেল মধুসুদন দত্ত
৪।  জমিদার দর্পণ মীর মোশারফ হোসেন
৫।  সধবার একাদশী দীনবন্ধু মিত্র
৬।  মানচিত্র আনিস চৌধুরী
৭।  বহ্নিপীর সৈয়দ ওয়ালীউল্লাহ
৮।  চিঠি মুনীর চৌধুরী
৯।  চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর
১০।  পুনর্জন্ম দ্বিজেন্দ্রলাল রায়
১১।  অলীক বাবু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
১২।  প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষ
১৩।  ব্যপিকা বিদায় অমৃত লাল বসু
১৪।  নবান্ন বিজন ভট্টাচার্য
১৫।  নয়া খান্দান নুরুল মোমেন
১৬।  প্রচ্ছদপট আসকার ইবনে শাইখ
১৭।  ছেঁড়াতার  তুলসী লাহিড়ী

বাংলা ভাষায় রচিত / অনুদিত কতিপয় বিখ্যাত ট্রাজেডি নাটক এবং তাদের রচয়িতার নাম।

 

ক্রমিক ট্রাজেডি নাটক রচয়িতা
১।  কৃষ্ঞকুমারী মাইকেল মধুসুদন দত্ত
২।  ম্যাকবেথ শেক্সপিয়র
৩।  কিং লেয়ার  শেক্সপিয়র
৪।  ওথেলো শেক্সপিয়র
৫।  হেমলেট শেক্সপিয়র
৬।  জুলিও সিজার শেক্সপিয়র
৭।  রাজা ও রানী রবীন্দ্রনাথ ঠাকুর
৮।  সীগল চেকভ
৯।  হেনরী দি ফোর্থ পিরানদেল্লো
১০।  এন্টিগোনী  সফোক্লেস

আশা করি পোস্টটি যারা বিসিএস বা অন্যান্য চাকরীর  জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা ভর্তি পরীক্ষার জন্য পড়াশুনা করছেন তাদের জন্য উপকারে আসবে। ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।

পোস্টটি শেয়ার করুণ

Leave a Reply

ThePeakPlace © 2018 Frontier Theme