ThePeakPlace

Bangla Technology Center

নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার সহজ উপায় ।

পোস্টটি শেয়ার করুণ

কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয়না; এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। কোনগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি তা জানার জন্য আমরা একটি কৌশল অবলম্বন করতে পারি

একাদশ বৃহস্পতি বারে তস্কর বনস্পতি পরস্পর গবাক্ষ চুরি করে আসছিলো, তখন ষোড়শী নায়িকা মনীষা তার অন্যান্য বান্ধবীদের সাথে দেখা হলো। নায়িকা আশ্চর্য হয়ে তার বান্ধবী পতঞ্জলিকে ডেকে বললো,”সখি এই কুলটারা কি কখনও নরকে যাবেনা“?

উপরের বাক্যদ্বয়ে লাল কালি চিহ্নিত শব্দগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এই সন্ধি গুলোর বিচ্ছেদ জেনে নেই

+চর্য = আশ্চর্য

এক+দশ = একাদশ

বৃহৎ+পতি = বৃহস্পতি

তৎ+কর = তস্কর

বন+পতি= বনস্পতি

পর+পর = পরস্পর

গো+ অক্ষ = গবাক্ষ

ষট্ + দশ = ষোড়শ

অন্য+ অন্য = অন্যান্য

+ চর্য = আশ্চর্য

পতৎ + অঞ্জলি = পতঞ্জলি

কুল+অটা = কুলটা

মার্ত + অণ্ড = মার্তণ্ড

কিছু বিশেষ নিয়মে সাধিত সন্ধি আছে যে গুলো বিশেষ নিয়মে তার বিচ্ছেদ করতে হয়

পরিষ্কার সংস্কৃতি উত্থান ঘটেছে কিছু সংস্কারমূলক কর্মকান্ড উত্থাপনে মাধ্যমে

আসুন জেনে নেই এদের বিচ্ছেদ গুলো

উৱ+স্থান = উত্থান

সম্ +কৃত = সংস্কৃত

সম্ + কার = সংস্কার

পরি+ কার = পরিষ্কার

উৱ+ স্থাপন= উত্থাপন

পোস্টটি শেয়ার করুণ

Leave a Reply

ThePeakPlace © 2018 Frontier Theme