ThePeakPlace

Bangla Education & Technology Center

বায়ুমন্ডল কাকে বলে? বায়ুমন্ডলের উপাদান কী কী?

বায়ুমন্ডল কাকে বলে?

বায়ুমন্ডল হলো পৃথিবীর চারপাশ থেকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের মিশ্রিত স্তর যা মধ্যকর্ষণের মাধ্যমে পৃথিবী ধরে রাখে। বায়ুমণ্ডলের গভীরতা প্রায় ১০০০০ কিলোমিটার।

 

বায়ুমন্ডলের শতকরা উপাদানঃ-

বায়ুর বিভিন্ন উপাদান——————– শতকরা পরিমাণ

নাইট্রোজেন——————————- ৭৮.০২%

অক্সিজেন———————————- ২০.৭১%

আর্গন————————————– ০.৮০%

জলীয় বাষ্প——————————– ০.৪১%

কার্বন ডাই অক্সাইড———————- ০.০৩%

ওজোন গ্যাস—————————— ০.০০১%

মিথেন————————————- ০.০০০০২%

হাইড্রোজেন——————————- ০.০০০০৫%

ধুলিকণা, উদ্ভিদকণা ও অন্যান্য——— ০.০২৮৯৩%

 

 

 

বায়ুমন্ডলের স্তরবিন্যাসঃ-

বায়ুমণ্ডলের গভীরতা প্রায় ১০০০০ কিলোমিটার।

ট্রপোস্ফিয়ারঃ ০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত।

স্ট্র্যাটোস্ফিয়ারঃ ১২ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

ওজনস্তরঃ- স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এর মাঝামাঝি ওজন স্তর গঠিত। এই    ওজন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয় যা প্রাণীজগতের জন্য ক্ষতিকারক

মেসোস্ফিয়ারঃ ৫০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত।

থার্মোস্ফিয়ারঃ ৮০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত।

এক্সোস্ফিয়ারঃ ৭০০ কিলোমিটার এর উপর থেকে।

উল্লেখ্য বায়ুমণ্ডলের মূল স্তর ৪টি। ট্রপোমণ্ডল বা ট্রপিস্ফিযার, স্ট্রাটোমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার, মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার এবং তাপমণ্ডল।

 

 

বায়ুমণ্ডল সম্পর্কে বিভিন্ন চাকরী পরীক্ষায় আগত এবং সাম্ভাব্য প্রশ্নোত্তর জেনে নিন।

১। বায়ুমণ্ডলের স্তর কতটি? উত্তর-৪টি।

২। আয়নোস্ফিয়ার কিসের অন্তভূক্ত? উত্তরঃ-তাপমণ্ডল।

৩। ভূপৃৃষ্টের নিকটতম বায়ুর স্তরকে কোনটি? উত্তরঃ- ট্রপোমণ্ডল।

৪। বায়ুমণ্ডলের গভীরতা কত কি.মি? উত্তরঃ- প্রায় ১০০০০ কিলোমিটার।

৫। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে? উত্তরঃ-ট্রপোমণ্ডলে।

৬। ওজোনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তরঃ- স্ট্রাটোমণ্ডলে।

৭। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তরঃ- আয়নোস্ফিয়ারে।

৮। বায়ুমণ্ডলের যে স্তরে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে-। উত্তরঃ- আয়নোমণ্ডলের ঊর্ধ্বস্তরে।

৯। মেরুজ্যোতির কারণ কি? উত্তরঃ- আবহাওয়ামণ্ডলের উচ্চতম স্তরে বৈদ্যুতিক বিচ্যুতি।

১০। কোন গ্যাস ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী? উত্তরঃ- সিএফসি গ্যাস।

১১। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তরঃ- হাইড্রোজেন।

১২। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? উত্তরঃ- ইউরিয়া।

১৩। নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? উত্তরঃ- বায়ুমণ্ডল।

১৪। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত কয় স্তর বিশিষ্ট? উত্তরঃ- ৪ স্তর।

১৫। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? উত্তরঃ- আয়নোস্ফিয়ার।

১৬। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তরঃ- ৭৮.০২%।

১৭। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? উত্তরঃ- ২০.৭১ %।

১৮। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি? উত্তরঃ- স্ট্রাটোমণ্ডল।

১৯। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে কোনটি দেখা দেয়? উত্তরঃ- কুয়াশা ও শিশির।

২০। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় কোনটি? উত্তরঃ- নাইট্রোজেন।

২১। বায়ুর প্রধান উপাদান কয়টি? উত্তরঃ- ২টি, নাইট্রোজেন এবং অক্সিজেন।

২২। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? উত্তরঃ- ০.০৩%।

২৩। বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? উত্তরঃ- উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে।

২৪। ওজোনের রঙ কি? উত্তরঃ- গাঢ় নীল।

২৫। বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত? উত্তরঃ- ০.৮০%।

২৬। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত? উত্তরঃ- ০.০০১%।

 

বায়ুমণ্ডল সম্পর্কিত এই পোস্টটি ভালো করে পড়ুন । যে কোন চাকরী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্টটি সম্পর্কে কোন মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

 

পোস্টটি শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ThePeakPlace © 2019 Frontier Theme